পেটে ‘হাসি’ নিয়ে জন্মাল বাছুরটি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাছুরটির জন্মের এক সপ্তাহ পার হয়নি। এর মধ্যে শোরগোল ফেলে দিয়েছে হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের গরুটি। অসংখ্য মানুষের দৃষ্টি কেড়েছে। অনেকেই ভালোবেসে ‘সুখী’ নামে ডাকছে। এর কারণ বাছুরটির পেটের দিকে একটি চিহ্ন রয়েছে। সেটা দেখতে হাসিমুখ বা ‘স্মাইলি’ ইমোর মতো।
এই স্মাইলি ইমো নিয়েই জন্মেছে বাছুরটি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ওয়েস্ট গিপসল্যান্ডের রিপলব্রুকের এলাকার একটি খামারে বাছুরটির জন্ম। খামারটির মালিক ব্যারি কোস্টার ও মেগান কোস্টার নামের এক দম্পতি।

ব্যারি-মেগানের খামারে প্রতিবছর প্রায় ৭০০ বাছুরের জন্ম হয়। তবে এই বাছুর একেবারে ব্যতিক্রম। মেগান বলেন, এর আগেও আমাদের খামারে শরীরে বিভিন্ন চিহ্ন নিয়ে অনেক বাছুরের জন্ম হয়েছে। তবে এটা একেবারে আলাদা। এমন হাসিমুখের চিহ্ন নিয়ে নিয়ে জন্ম নেওয়া বাছুর আগে দেখিনি।
জন্মের পর বাছুরটির শরীরে হাসিমুখের বা স্মাইলি ইমো চিহ্ন প্রথম দেখতে পান ব্যারি। পরে ছবি তুলে সেটি স্ত্রীকে দেখান তিনি। মেগানের ভাষ্য, ‘ছবিটি দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। শুরুতে ভেবেছিলাম, আমাদের কর্মীরা হয়তো আলাদা করে শনাক্ত করার জন্য কোনো চিহ্ন এঁকে দিয়েছে।’
মেগান আরও বলেন, ‘নিশ্চিত হওয়ার জন্য ছবিটা অনেকবার জুম করে দেখেছি। পরে বুঝতে পেরেছি, পেটে এমন স্মাইলি ইমো নিয়েই জন্মেছে বাছুরটি।’

ব্যারি-মেগানের খামারে ব্যতিক্রমী এই বাছুর দেখতে হাজার হাজার দর্শনার্থী আসছেন। ছটফটে এই প্রাণীটির সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন। জন্মের সপ্তাহান্তে যেন রীতিমতো তারকা হয়ে উঠেছে বাছুরটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.