পেঁয়াজে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দিয়েছে ভারত : বাণিজ্যমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: পেঁয়াজ নিয়ে ভারতের ওপর নির্ভর না হয়ে স্বাবলম্বী হওয়ার শিক্ষা নিয়েছে বাংলাদেশ। আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজে উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ভারতের হাইকমিশন বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন। পেঁয়াজ রফতানী বন্ধের অন্তত একমাস আগে জানাতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভারত যে কোনো সময়ে পেয়াজ বন্ধ করে দিতে পারে যদি তাদের ক্রাইসিস হয়। এ থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে, আমাদের আত্মনির্ভরশীল হতে হবে।

তিনি আরও বলেন, আগামী তিন বছরের মধ্যে আমাদেরকে পেয়াজের স্বাবলম্বী হতে হবে। তারা (ভারত) তাদের লোকদের না খাইয়ে আমাদেরকে খাওয়াবে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.