আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা সহ প্লাষ্টিক বস্তা জব্দ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: চটের বস্তা ব্যবহার না করে অবৈধ ভাবে প্লাষ্টিক বস্তায় চাল রাখার দায়ে দুই অটো চালকলের ২৫ হাজার টাকা জরিমানা ও প্লাষ্টিক বস্তা জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার সন্ধ্যায় আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুববা হক আদমদীঘির পশ্চিম ঢাকারোডের নিকট সালমান অটোরাইস মিলে অভিযান চালিয়ে পাটজাত পন্য বা বস্তা ব্যবহার না করে প্লাষ্টিক বস্তা ব্যবহার করার দায়ে তার ২০ হাজার টাকা জরিমানা ও ২৫০ টি প্লাষ্টিক বস্তা জব্দ এবং ফুলজান এগ্রোরাইচ মিলের ৫হাজার টাকা জরিমানা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.