আদমদীঘিতে ১২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সোহেল রানা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।

সোহেল রানা নওগাঁর ধামুরহাট উপজেলার মাতাজি ঘোষনগর গ্রামের মতি মন্ডলের ছেলে।

গতকাল বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর শরীব সার কারখানার নিকট ঢাকাগামী শ্যমলী পরিবহন নামের একটি বাস তল্লাশি করে তাকে আটক ও ওই পরিমান ফেনসিডির উদ্ধার করেন। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গতকাল বুধবার সন্ধ্যায় নওগাঁ থেকে বাস যোগে ঢাকার উদ্যেশ্যে মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির অদুরে শিবপুরের নিকট শারীব সার কারখানার নিকট ঢাকাগামী শ্যামলী পরিবহন নামের বাস থামিয়ে তল্লাশি কালে সিটে বসা সোহেল রানার পায়ের নীচে দুটি বালিশের ভিতর অভিনব কায়দায় বিশেষ ভাবে লুকানো ১২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.