পূর্ণ দিবস কর্ম-বিরতি, পঞ্চগড়ে ভোগান্তিতে সেবা গ্রহিতা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কর্মচারিদের কর্ম-বিরতি, ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহিতারা। আজ রোববার (২২ নভেম্বর) সরেজমিন দেখা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা এমদাদুল হক নামের এক ব্যক্তি বলেন, দুই দিন এসেও অফিসে কোন কাজ হলনা। সদর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা রেজাউল করিম নামের অপর একজন বলেন, জমি সংক্রান্ত কাজে আসছিলাম কিন্তু অফিসে কোন লোক পাচ্ছিনা।
পঞ্চগড়ে কালেক্টরেট সহকারী কর্মচারিদের পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নতি করণ অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায় সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্ম বিরতি পালন করছেন । টানা ষষ্ঠ দিনের মত কর্ম-বিরতি চলছে। এতে ভোগান্তিতে রয়েছে জেলা ও উপজেলা প্রশাসনসহ ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ।
এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসুচী অব্যাহত থাকবে। গত রোববার (১৫ নভেম্বর) থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্ব-স্ব দপ্তরের সামনে পূর্ণ দিবস কর্ম-বিরতি পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পঞ্চগড় জেলা শাখার কর্মচারীরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীর, সদস্য জাকির হোসেন ও মকছেদ আলী প্রমুখকে আজ রোববার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত দেখা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.