পুলিশ পরিচয়ে চলতো ছিনতাই-গণলুট, আটক-৪

ঢাকা প্রতিনিধি: পুলিশ পরিচয়ে চলতো ছিনতাই, দোকানপাটে ডাকাতি। এমনই এক ডাকাতদলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত গাড়ি, বেশ কিছু মোবাইল ও তালা কাটার মেশিন উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের গাছা এলাকায় পুলিশ পরিচয়ে একসঙ্গে ২৫টি দোকানে গণলুট করা এই ডাকাতদের আটক করেছে ডিবি।
পুলিশ জানায়, এদের একদল ফেরীওয়ালা সেজে বিভিন্ন এলাকা রেকি করে সুবিধামতো গাড়ি ছিনতাই করে। এরপর সেই গাড়ি নিয়ে হানা দেয় ঢাকার আশেপাশের বাজারে চালায় গণলুট। এসময় তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেয়।

ভুক্তভোগী এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের এলাকায় মোট ২৫টি দোকান ছিনতাই হয়েছে। তারা রাত ২টার দিকে ঢোকে। তারা নিজেদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়।’

রাজধানীর ধানমন্ডি থানার ছিনতাইয়ের এক মামলায় গতকাল শনিবার (০৯ জানুয়ারী) রাতে আন্তঃজেলা এই ডাকাত দলের ৪ জন সদস্যকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছিনতাই করা গাড়ি, বেশ কিছু মোবাইল, গ্রিল কাটার মেশিনসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘ছিনতাইকৃত গাড়ি দিয়ে ঢাকার আশপাশের যে এলাকাগুলোর দোকানপাটে গণলুট করে। গাড়ি ছিনতাই করে কয়েকটি ঘটনা ঘটিয়ে সেই গাড়ি ফেলে তারা চলে যায়। সেই গাড়ি নিয়ে যাতে ভবিষ্যতে ধরা না পড়ে।’

আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে জানিয়ে পুলিশ বলছে, দলের বাকি সদস্যদের আটক অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.