বকশীগঞ্জে মুজিব বর্ষকে স্মরণীয় রাখতে বৃক্ষ স্মারক রোপণ!


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্ম বার্ষিকী স্মরনীয় করতে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
এটিকে বটবৃক্ষ স্মারক নাম দিয়ে রোববার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজার এলাকায় তিনি মুজিববর্ষ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বটবৃক্ষ টি রোপণ করা হয়। বটবৃক্ষ স্মারক রোপণকালে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ইউপি সচিব শরিয়তুজ্জামান, ইউপি সদস্য নুরু মিয়া উপস্থিত ছিলেন।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুু জানান, যে মানুষের জন্ম না হলে আমরা নিজেদের বাঙালি নামে পরিচয় দিতে পারতাম না।
সেই মহান নেতার জন্মশত বার্ষিকীকে আজীবন স্মরণীয় করে রাখতে একটি বটবৃক্ষ স্মারক রোপণ করা হয়।
এই বটবৃক্ষকে নিজের সন্তানের মত করে যত্ন নিয়ে মুজিব বর্ষের স্মৃতিকে ধরে রাখতে চাই বলে জানান চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.