পিরোজপুরে ঘুষের টাকাসহ অডিট’র ২ জন কর্মকর্তা আটক

পিরোজপুর প্রতিনিধি: ঘুষের টাকাসহ অডিট অধিদপ্তরের ২ জন কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে তাদেরকে পিরোজপুর এলজিইডি ভবনের তৃতীয় তলা থেকে ঘুষের ৪ লক্ষ ১৬ হাজার টাকাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন: শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের এসএএস সুপারিনটেডেন্ট মোঃ জহির রায়হান এবং অডিট এন্ড একাউন্টস অফিসার মোঃ শামীম হোসেন।

দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল এর নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি দল তাদেরকে আটক করে।

দুদকের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলজিইডি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই ২ জন কর্মকর্তাকে ৪ লক্ষ ১৬ হাজার ঘুষের টাকাসহ আটক করে। আটককৃতরা পিরোজপুরের প্রাথমিক শিক্ষা অফিসের অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করছিলেন।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পিরোজপুর প্রতিনিধি মো. মনিরুল ইসলাম মনির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.