পাবনায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: পাবনার দোগাছী ইউনিয়নের চড় আশুতোষপুর দ্বীপচর পশ্চিমপাড়া এলাকায় মাদক সেবনেবাধা দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে। পাবনা সদর থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী।
থানায় এজাহার ও স্থানীয় সুত্রে জানাযায়, গত রবিবার দুপুরে দ্বীপচর মাদ্রাসার পিছনে মেহগুনি বাগানে মাদক বিক্রয় ও মাদক সেবন করার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় অভিযুক্ত নাঈম প্রামানিক, সাকিব মোল্লা, হাসেম, এ-র সাথে। তখনি তাদের এসময় তাদের উপর হামলা চালায় তারা ও গুরুতরজখম করে।
পরে পলাশের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলা কারিরা।
এ বিষয়ে পলাশের বাবা আনারুল মল্লিক বিটিসি নিউজকে বলেন, নাঈম প্রামানিক, সাকিব মোল্লা, হাসেম, র্দীঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে মাদক সেবন করে আসছে। আমার ছেলেতাদের মাদক সেবনে বাধাদিলে তারা আমার ছেলের উপর হামলা করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় হামলা কারিদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। তবে অভিযুক্তদের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সম্ভব হয়নি। 
এ বিষয়ে পাবনা সদর থানার এসআই আরিফুল ইসলাম বিটিসি নিউজকে জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে মামলা নং ১৩-তারিখ- ০৪-০৮-২০২৩  আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.