আবারও গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে রুশ নাগরিক আটক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউজ কামিনস্কি এক টুইটবার্তায় দাবি করেছেন, রাশিয়ার গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত এক সদস্যকে আটক করেছে পোল্যান্ড। এ নিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৬ রুশ নাগরিককে আটক করলো পোল্যান্ড।
এক টুইটবার্তায় দেশটির স্বরাষ্টমন্ত্রী মারিউজ লিখেছেন, আরো একজন গুপ্তচরকে আটক করা হলো। এ নিয়ে সংখ্যা হলো ১৬।
পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাস এই গুপ্তচরকে আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
সম্প্রতি পোল্যান্ড বলেছে, তাদের দেশ রুশ গুপ্তচরদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। মস্কো পোল্যান্ডকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা সরবরাহের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ পোল্যান্ড। এই দেশটির মাধ্যম দিয়েই ইউক্রেনে এ সহায়তা পৌঁছায়। এ কারণে পোল্যান্ড রাশিয়ার গুপ্তচরদের নিশানা হয়ে উঠছে বলে দাবি করেছে দেশটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.