পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ বেতারের শিল্পী খাইরুল ইসলাম নিহত

গাইবান্ধা প্রতিনিধিঃ  পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে সৈয়দপ্লাজার সন্নিকটে এক সড়ক দূর্ঘটনা ঘটে। দূঘটনায় সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মৃত্যু খেজর উদ্দিন সরকারের ছেলে খাইরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার মৃত্যু হয়।
রংপুরগামী অজ্ঞাত একটি মালবোঝাই মিনি ট্রাক আজ সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৮ টার দিকে খাইরুল ইসলামকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার বাঁম-পা থেঁতলে যায়।প্রত্যক্ষদর্শীদের সহায়তায়  তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিলে কিছুক্ষনের মধ্যে  তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এসময় তার হাতে থাকা একটি হ্যান্ডব্যাগসহ দু’টি ব্যাগ, পরিধেয় কিছু পোষাক-পরিচ্ছদ, খাবার ওষুধপত্র, নগদ ২ হাজার ১’শ ৮৫ টাকা পাওয়া যায়।
তার ব্যাগে থাকা একটি ভিজিটিং কার্ডে লিখিত পরিচয় অনুযায়ি জানা যায় তার নাম খাইরুল ইসলাম,শিল্পী বাংলাদেশ বেতার, চেইন মাস্টার গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়ন (ধাপেরহাট বাসস্ট্যান্ড)ও পরিচালক ধাপেরহাট ঝংকার সাংস্কৃতিক নাট্য সংস্থা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.