পলাশবাড়ীতে কর্মসূজন প্রকল্পের উদ্ধোধন 

 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হতদরিদ্রদের জন্য ৪০ দিনেরর কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আজ শনিবার ২৭ অক্টোবর হোসেনপুর ইউপির মধ্যরামচন্দ্রপুর গ্রামে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

হোসেনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩২৬জন হতদরিদ্র শ্রমিক এ কাজের উপকারভোগী হিসেবে নিয়োজিত রয়েছেন। আজ সকালে প্রকল্পের কাজের অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ইজিপিপি প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য পল্লব মিয়া, মিজানুর রহমান, মোসলেম উদ্দিন, আঃ মান্নান, আইয়ুব আলী, লোকমান হোসেন, সাহারুল ইসলাম, আঞ্জুয়ারা বেগম ও  আনোয়ারা বেগম।

অপরদিকে উপজেলার পবনাপুর ইউনিয়ন, মনোহরপুর ইউনিয়ন এবং বরিশাল ইউনিয়নে প্রকল্পের উদ্বোধন করেন উপসহকারী প্রকৌশলী রাশেদুল আলম। অন্যদিকে একই ভাবে কিশোরগাড়ী ইউনিয়নে পিআইও, পলাশবাড়ী সদর, মহদীপুর, বেতকাপা ও  হরিনাথপুর ইউনিয়নের সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যানগণ প্রকল্পের কাজে উদ্বোধন করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.