পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ গোবিন্দগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন গুরুত্বর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ। আজ ৩রা নভেম্বর (সোমবার) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশনাল গ্রামের মৃত-আব্দুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া (৪৫) এর সাথে একই গ্রামের মৃত-কাসেম আলীর ছেলে সাইফুল ইসলাম গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ জমিজমা নিয়ে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী আদালতে মামলা চলছিল।
বিজ্ঞ আদালত উভয় পক্ষের বিজ্ঞ কৌশলীগণের শুনানী অন্তে গত ১৬ অক্টোবর/১৯ আদালত থেকে সাইফুল গংরা এ জমিজমার মামলার রায় পান। আদালতের রায় নিয়ে সাইফুল গংরা ওই জমিতে গেলে গোলাম কিবরিয়া সহ তার লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
গোবিন্দগঞ্জ বৈরাগী হাট পুলিশ (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ ইমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে এসআই মশিউর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি ঘটনার স্থলে যান। এ সময় উভয় পক্ষ আবারো মারমুখী অবস্থায় গেলে পুলিশ ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন সাইফুল ইসলামের মেয়ে মোছাঃ সাবিনা ইয়াসমিন (১২), মোছাঃ ফেন্সি বেগম (২০), স্ত্রী মোছাঃ আরজিনা বেগম (৪৫), আয়েন উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৪), মৃত-কাসেমের ছেলে আজাদুল ইসলাম (৩২), মৃত-আব্দুর রহমানের ছেলে গোলাম কবির (৫৫)। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.