পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নয়, বিহারে ত্রিশঙ্কু সরকারের ইঙ্গিত 

(পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নয়, বিহারে ত্রিশঙ্কু সরকারের ইঙ্গিত)
কলকাতা প্রতিনিধি: বিহার বিধানসভার বুথ ফেরত সমীক্ষায় দুই জোটে কড়া লড়াইয়ের ইঙ্গিত ৷ একপেশে জয় নয়, সমানে সমানে লড়াই ৷ পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নয়, বিহারে ত্রিশঙ্কু সরকারের ইঙ্গিত ৷
এমন অবস্থায় রাজনৈতিক সমীকরণ বদলে যেকোনও মুহূর্তে সরকারে রঙ বদল ঘটাতে পারে যেকোনও দল ৷ এমন উদাহরণ সাম্প্রতিক ভারতে তো বটেই অতীতে এই সীতার রাজ্যেই রয়েছে ৷
সমস্ত বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে কমবেশি আসনে পিছিয়ে রয়েছে এনডিএ ৷ কিন্তু এই ব্যবধান খুব বেশি না হওয়ায় সমঝোতায় সরকার গঠন অসম্ভব নয় ৷

সেক্ষেত্রে অন্যান্যদের সঙ্গে হাত মিলিয়ে ত্রিশঙ্কু সরকারে যেতেই পারে এনডিএ ৷ অন্যদিকে, অন্যান্যদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের পাল্লা ভারি করতে পারে মহাজোটও ৷

TimesNow-CVoter-এর সমীক্ষা জানাচ্ছে, কড়া টক্করে এনডিএকে সামান্য পিছনে ফেলে এগিয়ে যাবে মহাজোট ৷ ২৪৩ আসনের বিহার বিধানসভায় মহাজোট পাবে ১২০ আসন ৷ সামান্য পিছিয়ে এনডিএ ৷ পাবে ১১৬ আসন ৷ পাসওয়ানের এলজেপি পাবে ১ ৷ অন্যান্যরা পাবে ৬ ৷
Republic- Jan Ki Baat –এর বুথ ফেরত সমীক্ষাও জানাচ্ছে, মহাজোটের সঙ্গে এনডিএ-এর কড়া টক্কর ৷ সমীক্ষা অনুযায়ী নীতীশ ও বিজেপি অর্থাৎ এনডিএ-র ঝুলিকে আসবে ৯১-১১৭, মহাজোট পাবে ১১৮-১৩৮টি আসন ৷ এলজেপি পাবে ০৫-০৮ এবং অন্যান্যদের ঝুলিতে আসবে ৩-৬টি আসন ৷
ABP -C Voter –এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, সামান্য এগিয়ে মহাজোট ৷ তারা পাবে ১০৮ থেকে ১৩১টি আসন ৷ এনডিএ-র ঝুলিতে আসবে ১০৪-১২৮টি আসন ৷ এই সমীক্ষায় এলজেপি কোনও আসনই পাবে না ৷ অন্যান্যরা পাবে ০৪-০৮টি আসন ৷
TV9 Bharatvarsh সমীক্ষা বলছে, সামান্য ব্যবধানেই এগিয়ে থাকবে তেজস্বী কংগ্রেস বামেদের মহাজোট ৷ তারা পাবে ১১৫-১২৫টি আসন ৷ এনডিএন পাবে ১১০-১২০ ৷ এলজেপি- ০৩-০৫টি আসন ৷ অন্যান্যদের আসন এই সমীক্ষায় সামান্য বেশি ৷ এই সমীক্ষার মতে ১০-১৫টি আসন পাবেন অন্যান্যরা ৷
বুথ ফেরত সমীক্ষার ফলেই স্পষ্ট করোনা ও পরিযায়ী ইস্যু ভালমতোই প্রভাব ফেলেছে নীতীশের জনপ্রিয়তায় ৷ নীতীশ বিরোধী মতের কারণেই বড়সড় ইমেজ ড্যামেজ এনডিএ-এরও ৷ অন্যদিকে, সেই ফায়দা পেয়েছে মহাজোট ৷ নীতীশের প্রতি তিক্ততা জনপ্রিয়তা বাড়িয়েছে তেজস্বীর ৷
তবে যেহেতু দুই জোটে কাঁটায় কাঁটায় টক্কর ৷ দুই জোটের আসনের ব্যবধান দশের কম, সেক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ বদলালেই যেকোনও মুহূর্তে বদলে যাবে মসনদের অঙ্ক ৷
সমীক্ষা অনুযায়ী আসন সংখ্যা চূড়ান্ত ফলাফলেও দেখা গেলে এনডিএ অন্যান্যদের সঙ্গে কোনও সমঝোতায় এলে মহাজোটের সঙ্গে আসন ব্যবধান মুছে ফেলা খুবই সহজ ৷
তবে একটা জিনিস স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ সরকার নয়, পটনায় আসছে ত্রিশঙ্কু সরকার ৷ তবে বিহারে শেষ পর্যন্ত সরকার কে গড়বে, মুখ্যমন্ত্রীর মসনদে শেষ হাসি হাসবে কে তা জানতে এখনও ১০ নভেম্বরের অপেক্ষা ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.