বেলকুচিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাট ও কুমিল্লায় সংখ্যালঘুদের আক্রমণ, অগ্নিসংযোগ, শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে সারাদেশের ন্যায় বেলকুচিতে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখা।
“ধর্মীয় রাষ্ট নয়,ধর্ম নিরপেক্ষ রাষ্ট চাই, ধর্ম যার যার, রাষ্ট সবার” সামাজিক যোগাযোগের মাধ্যমে ও সভা সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যহত কটুক্তির প্রতিবাদে এবং সংখ্যালঘু সুরক্ষা আইন,জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রাণালয় গঠনের দাবিতে গণ অবস্থান শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৭ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে গণ অবস্থান ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা শাখা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা, সহ-সভাপতি বিমল কুমার সরকার,সহ-সভাপতি সুশীল সরকার, সাধারন সম্পাদক বৈদ্যনাথ সাহা, যুগ্ন-সাধারন সম্পাদক রনি মিত্র,সহ-যুগ্ন সাধারন সম্পাদক পলাশ সাহা, প্রচার সম্পাদক বিপ্লব শীল,গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক সবুজ সরকার, আইন বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ ভৌমিক, ছাত্র বিষয়ক সম্পাদক উজ্জল অধিকারী, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সভাপতি লক্ষণ কর্মকার, রাজাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শংকর ঘোষ, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ চৌধুরী, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ বেলকুচি উপজেলা শাখা সভাপতি সুব্রত চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক অন্তু ঘোষ, প্রচার সম্পাদক লিখন রাজবংশী প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.