পবিত্র ইদুজ্জোহা শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে নবদ্বীপ থানার পক্ষ থেকে সমন্বয় সভা

নদীয়া (ভারত) প্রতিনিধি: নদীয়া জেলা পুলিশ ও নবদ্বীপ থানার পুলিশের তরফ থেকে আসন্ন পবিত্র ইদুজ্জোহা উৎসব শান্তিপূর্ণ ভাবেই উদযাপন করার জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হলো থানা প্রাঙ্গণে।
উপস্থিত ছিলেন থানার পুলিশ আধিকারিক দেবাশীষ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ জিআরপি পুলিশ আধিকারিক প্রদ্যুৎ ঘোষ, দমকল বিভাগের পক্ষে জুলফিকার মোল্লা, মহিশুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আকমল হোসেন সহ অনেকে।
এখানে নবদ্বীপ থানার বিভিন্ন মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ আধিকারিক দেবাশীষ চট্টোপাধ্যায় বলেন করণা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঈদ উদযাপন করতে হবে। সরকারি নিয়ম কখনো বিঘ্নিত করা যাবে না। সরকারি আদেশকে মান্যতা দিয়ে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান পুলিশ আধিকারিক।
এছাড়াও মায়াপুর পুলিশ ফাঁড়িতে ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয় কয়েকদিন আগে। উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদ কমিটির ইমামরা। উপস্থিত সকলেই সহমত পোষণ করেছেন যে পবিত্র ইদুজ্জোহা শান্তিপূর্ণভাবে হবে স্বাস্থ্যবিধি মেনে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.