পবা উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রশিক্ষণের উদ্বোধন

ছবি : সৈয়দ নাবিল

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় পাঁচ দিনব্যাপি উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদারকরণে প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে পবা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে প্রশিক্ষণে অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক জুলফিকার হায়দার, জেলা সমাজসেবা উপ-পরিচালক রাশেদুল কবীর, হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল ও পবা থানা ওসি এসএম মাসুদ পারভেজ। স্বাগত বক্তব্য ও কোর্স পরিচালনার দায়িত্বে আছেন উপজেলা সহকারি অফিসার রবিউল ইসলাম। প্রশিক্ষণে সুবিধাভোগি, মাঠ পর্যায়ের কর্মচারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.