পন্টুনের তার ছিঁড়ে পদ্মায় পড়া সেই মাইক্রোবাস উদ্ধার, ড্রাইভার নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি: দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট।
দৌলতদিয়া ঘাট প্রান্তে আজ মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়। ঝড়ো হাওয়ায় দৌলতদিয়া ফেরি ঘাটের ৫ নম্বর ঘাটের ফেরিতে গাড়ি উঠার র‌্যামে অবস্থানরত ঢাকা মেট্রো-চ- ১৪-২৬০৮ একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়।
এ ঘটনায় রাজবাড়ী ফায়ার সার্ভিস, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান পরিচালনা করে দীর্ঘ ৩ ঘণ্টা পর পদ্মা নদী থেকে তলিয়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের রাজবাড়ী ষ্টেশনের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের বক্তব্যে মাইক্রোবাসে ড্রাইভার ছিলো। উদ্ধারকৃত মাইক্রোবাস থেকে ড্রাইভারকে পাওয়া যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল#

Comments are closed, but trackbacks and pingbacks are open.