পঞ্চগড়ে সরকারী জায়গা ব্যবসায়ীদের দখলে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘী এলাকার খারিজা কাজল দিঘী  জে এল ৪৩, খতিয়ান ১, দাগ ১০১০ দিঘী ১৫.৩০ পার ১১.৩ একর ঐতিহ্য বাহী কাজল দিঘীর পার  এখন ব্যবসায়ীদের দখলে।

ক্ষমতার প্রভাব খাটিয়ে ইউনিয়ন ভুমি অফিসের নির্দেশ অমান্য করে সরকারী এই জায়গায় তোলা হয়েছে ব্যবসায়ীক দোকান পাট।সর্বশেষ একই জায়গায় (কবর স্থান) প্রায় ৩ শতক জমি দখল করে  স্থায়ীভাবে ব্যাবসা প্রতিষ্ঠান দাড় করানোর অভিযোগ উঠেছে স্থানীয় মোজাফ্ফরের  বিরুদ্ধে।

সরকারী জায়গা দখল নিতে রীতিমতো হিমশিম খাচ্ছে উপজেলা ভুমি অফিস। তবে জায়গাটি দখল মুক্ত করতে সব ধরনের ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।

মোজাফফর দাবী করে বলেন,স্থানীয় চেয়ারম্যান ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্যের অনুমতি নিয়ে সেখানে আমি হোটেল নির্মাণ করেছি।

সরকারী জায়গা ব্যবসায়ীদের দখলে নেয়ায় ব্যাপারে সহকারী কমিশনার ভুমি পঞ্চগড়,মো কামরুজ্জামান বিটিসি নিউজ পঞ্চগড় প্রতিনিধিকে জানান, সরকারী জায়গা অবৈধ দখল উচ্ছেদে সকলের সহযোগিতা কামনা করেছেন। ব্যবসায়ীদের কাছে অবৈধ দখলে থাকা জমিটি উদ্ধারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তবে জমিটি উদ্ধারে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.