পঞ্চগড়ে ছয়মাসে সড়ক দূর্ঘটনায় নিহত ৩১

পঞ্চগড় প্রতিনিধি: ২০১৯ সালের শেষ ৬ মাসে পঞ্চগড়ে প্রায় ২২ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩১ জন। নিহতদের ৭ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে। আর এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ে কর্মরত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধির ও ছয়টি অনলাইন নিউজ পোর্টাল এর তথ্য- উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী,পঞ্চগড় সদর উপজেলায় ৫ ,দেবীগঞ্জে ৪ ,বোদায় ৮ , তেতুঁলিয়ায় ১৪ জন নিহত হয়েছে। এতে ২ জন শিশু, ৫ জন নারী ও ২৪ জন পুরুষ নিহত হয়েছেন, আহত হয়েছে আরো ১৫ জন।

বাংলাদেশ মানবধিকার কমিশন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক এ টি এম আখতারুজ্জামান বাবু,পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির জন্য চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব মহাসড়কে তিন চাকার গাড়ি বৃদ্ধি দুর্ঘটনার জন্য দায়ী বলে জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.