চিনের প্রাচীর বরফে ঢাকা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: (কলকাতা থেকে): পৃথিবীর সবচেয়ে উঁচু দেওয়াল নামে খ্যাত চিনের প্রাচীর সম্পূর্ণ  বরফে ঢাকা পড়েছে ৷ যার উচ্চতা ৫ থেকে ৮ মিটার ৷ এবং  দৈর্ঘ্য আনুমানিক ২১ হাজার ১শ’ ৯৬ কিলোমিটার ৷

এই প্রাচীরের প্রস্থ ৯.৭৫ মিটার ৷ পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্য একটি এই চিনের প্রাচীর ৷
অত উঁচু প্রাচীর সবটাই  ঢকে গেছে বরফে ৷ তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে গেছে ৷
চারিদিকে বরফ ছাড়া কিছই দৃশ্যত হচ্ছে না ৷ কার্যত জনশূন্য চারিদিক ৷  ঝিলের জলও জমে বরফ ৷ চিনে গত চার বছরের রেকর্ড ভেঙ্গে দিয়েছে এবারের শীত ৷
বেশ কিছু জায়গায় তাপমাত্রা মাইনাস ১৫ -র নীচে ৷ তাপমাত্রা আরও কমারই ইঙ্গিত রয়েছে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.