পঞ্চগড়ে ভারতীয় ধানবীজ জব্দের পর ভ্রাম্যমাণে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জব্দকৃত ভারতীয় ধানবীজ এক সপ্তাহ পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ মে) বিকালে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের আপন বীজ ভান্ডারের প্রোপাইটর আনিসুর রহমান লেবুকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরচালক পরেশ চন্দ্র বর্মন এ জরিমানা আদায় করেন।
জব্দকৃত ভারতীয় ধানবীজ ভ্রাম্যমাণে জরিমানা করায় এলাকায় কৃষক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এর আগে ১ মে রাতে উপজেলা নির্বাহী অফিসার আপন বীজ ভান্ডারের বাড়ি, গুদামঘর ও দোকানে অভিযান চালিয়ে ১১১টি বস্তা ভারতীয় ধানবীজ উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৮ প্যাকেট করে ৫৮৪ প্যাকেট ধান বীজ জব্দ করে চেয়ারম্যান আবু জাহেদ ও বাজার বণিক সমিতির সভাপতির জিম্মায় রাখা হয়।
এতে ৩৮ মন ধানবীজ ছিল।বস্তার গায়ে পেন সীড,অন্নপূর্ণা সীড কলকাতা,ওয়েস্ট বেঙ্গল লেখা ছিল। পরের দিন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আব্দুল মতিন আটোয়ারী থানায় মামলা দায়ের করেন কিন্তু মামলা আমল যোগ্য বলে মামলা রুজু করা হয়নি। একারনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে জরিমানা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
তিনি আরো বলেন ধানবীজ জব্দ আছে উপজেলা মনিটরিং সভায় সিদ্ধান্ত নিয়ে খাদ্য হিসেবে বিক্রি করে অর্থ রাষ্টীয় কোষাগারে জমা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বীজ ব্যবসায়ী বিটিসি নিউজকে জানান,অবৈধভাবে নিয়ে এসে বিক্রি করছে।কর্তৃপক্ষ এখন মামলা না করে জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, দেশের ধান  ভারতের মোড়কে ব্যবহার করে প্রতারনা করছিল, এমন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার প্রত্যয়নে আমরা জরিমানা করেছি।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো.সোহেল রানা অভিযোগ দায়ের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন,অভিযোগটি অআমলযোগ্য হওয়ায় মামলা রুজু করা হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.