পছন্দমত প্রার্থীকে ভোট দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব : খুলনা সিটি মেয়র  

খুলনা ব্যুরো: ১৮ বছর বয়সে ভোটার হওয়া গর্বের বিষয়। নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে পছন্দমত প্রার্থীকে ভোট দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব। ভোট প্রদানের মতো মৌলিক অধিকার প্রয়োগে অনীহা সুনাগরিকের লক্ষণ নয়। খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে আজ সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসকল কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।
সিটি মেয়র আরও বলেন, এখন প্রতিবছর নির্দিষ্ট সময়ে জাতীয় ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সঠিক ভোটার তালিকা প্রণয়নের আগে ২০০৭-২০০৮ সালের সাবেক তালিকায় এক কোটি ৩০ লাখ ভোটারের অস্তিত্ব নিয়ে আপত্তি ছিলো। এখন ১৮ বছর বয়সের সাথে সাথে প্রত্যেকে সঠিক জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন।
খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত  ডিআইজি মোঃ হাবিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আলমগীর কবীর ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।  স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে পুরাতন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও নতুন ভোটারদের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের শিল্পীদের পরিবেশনায় ভোটার দিবস ও নির্বাচন বিষয়ে পটগান পরিবেশন করা হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.