নোয়াখালীতে বৃষ্টি কামনায় খোলা মাঠে নামাজ আদায়


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদীতে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় বিশেষ ইস্তিকফার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।
গতকাল শনিবার (২২ মে) দুপুর ২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোর্ড স্কুল সংলগ্ন আল ফালাহ এরিয়া মসজিদ প্রাঙ্গণ মাঠে বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ আদায় করা হয়।
এ সময় মাইজদী জামে মসজিদ, কানু গাজী জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ ও আল আমিন মসজিদ ও মাদরাসার শতাধিক মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করে।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাইজদী কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইসমাইল।

স্থানীয়রা জানায় , বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই নোয়াখালীর ৯টি উপজেলায়। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। খরতাপে শুকিয়ে গেছে বেশির ভাগ খালের পানি, নলকূপের পানি, পুকুরের পানি। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা হয় বলে জানিয়েছে অংশগ্রহণকারী মুসল্লিরা।

উল্লেখ্য, কিছু দিন আগে পার্শ্ববর্তী ফেনী জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে কোথাও উল্লেখ যোগ্যহারে কোন বৃষ্টি হয়নি। তীব্র তাপদাহে এই উপজেলায় চরম ভাবে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। যা অতীত ৩ যুগের মধ্যেও এমন ঘটনা ঘটেনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.