কালীগঞ্জে পুলিশের কাজ থেকে হাতকড়াসহ আসামীকে ছিনিয়ে নিল স্বজনরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আশরাফুল ইসলাম (২৫) নামে এক আসামীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে।
গতকাল শনিবার (২২ মে) বিকেল ৩টায় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বটতলা এলাকায় ঘটনা ঘটে। পলাতক আসামী আশরাফুল ইসলাম ওই এলাকার আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বটতলা এলাকায় মোটরসাইকেল চোর চক্রের হোতা আশরাফুল ইসলামকে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী তাকে গ্রেফতার করেন। এরপর তাকে নিয়ে আসার সময় আসামির স্বজনরা পুলিশের উপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নেন।আশরাফুল ইসলামের নামে চুরি ঘটনায় তার বিরুদ্ধে নীলফামারী ও লালমনিরহাটে মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ওয়ারেন্ট জারি করেন আদালত।
খবর পেয়ে ঘটনাস্থলে আরও পুলিশ ফোর্স পাঠানো হলেও রাত ১১ টাও হাতকড়াসহ আশরাফুল ইসলামকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিটিসি নিউজকে জানান, তাকে গ্রেফতার ও হাতকড়া উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.