নোয়াখালীতে ঘুমন্ত বন্ধুকে কুপিয়ে হত্যা করায় যুবকের মৃত্যুদণ্ড 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুকে হত্যার দায়ে মো. মিলন ওরফে ওমর ফারুক (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন। এ সময় আসামী মিলন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিত মো. মিলন ওরফে ওমর ফারুক সুবর্ণচরের চর মহিউদ্দিন গ্রামের আবদুল মান্নানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামী মিলন ও তার বন্ধু নিহত শরীফ একইসঙ্গে ইটভাটায় কাজ করতেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিলো। কিন্তু ঘরে বিবাহযোগ্য বোন থাকায় শরীফ একদিন মিলনকে ডেকে যখন তখন তার বাড়িতে আসতে নিষেধ করে। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয় মিলন।
এরই জের ধরে ২০১৭ সালের ২৮ মে তাকে হত্যা করা হয়। ওই দিন বিকেলে সুবর্ণচরের চরমহিউদ্দিন গ্রামে নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন শরীফ। এসময় মিলন ধারালো অস্ত্র দিয়ে শরীফকে গলায় কোপ দেয়। এতে তার গলার এক পাশ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই নিহতের ছোট ভাই মো. আরিফ হোসেন বাদী হয়ে মিলনকে আসামী করে চরজব্বার থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে মিলনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল মিলনের মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার একমাত্র আসামী মো. মিলনকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মামলায় আসামী পক্ষে শুনানি করেন শিবনাথ ভৌমিক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.