নেপাল-শ্রীলঙ্কাতেও সরকার গড়ার পরিকল্পনা বিজেপির!

(নেপাল-শ্রীলঙ্কাতেও সরকার গড়ার পরিকল্পনা বিজেপির!–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে বক্তব্য দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারী) ত্রিপুরার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিপ্লব বলেছেন, শুধু ভারতেই নয়, শ্রীলঙ্কা, নেপালেও সরকার গড়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের।
তার দাবী, অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে ত্রিপুরা সফরে এসেছিলেন। সে সময় রাজ্যের নেতাদের সঙ্গে এক চা-চক্রে এ কথা অমিত তাকে জানিয়েছিলেন।
বিপ্লবের কথায়, ‘রাজ্যের অতিথি নিবাসে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। তখন বিজেপির উত্তর-পূর্বের আঞ্চলিক সম্পাদক অজয় জামওয়াল বলেন, ভারতের প্রায় সব রাজ্যেই সরকার গড়েছে বিজেপি। এই কথার জবাবে শাহ বলেছিলেন, এখনো শ্রীলঙ্কা এবং নেপাল বাকি। ওই দুই দেশে আমাদের দলকে ছড়িয়ে দিতে হবে। জিতে সরকার গড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘কমিউনিস্টরা দাবি করতেন তারা বিশ্বের সবচেয়ে বড় দল। এই রেকর্ড অমিত শাহ ভেঙেছেন। বিজেপিকে বিশ্বের সবচেয়ে বড় দল বানিয়েছেন।’
এ ছাড়া বিজেপি এলে ভারতের কেরালায় প্রতি ৫ বছরে সরকার বদলানোর ধরন শেষ হবে বলে দাবি বিপ্লবের। তার মতে, পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাবেন।
এদিকে বিপ্লবের এই মন্তব্য নিয়ে সমালোচনা করেছে ভারতের দুই রাজনৈতিক দল সিপিএম এবং কংগ্রেস। এই দুই দলের দাবী, অনেক দিন ধরেই নেপাল, ভুটান, শ্রীলঙ্কাকে যুক্ত করে হিন্দুরাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে আরএসএসের। বিগত বছরগুলোতে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ছিলেন বিপ্লব। (সূত্র: আনন্দ বাজার)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.