অযোগ্য সরকারি কর্মকর্তাদের শোকজ নোটিশ দিলেন ইমরান খান

(অযোগ্য সরকারি কর্মকর্তাদের শোকজ নোটিশ দিলেন ইমরান খান–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের মধ্যে অযোগ্যদের শোকজ নোটিশ এবং সতর্ক বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
এ সকল কর্মকর্তার বিরুদ্ধে ইমরান খান কর্মে অবহেলা এবং জনসাধারণের অভিযোগের ব্যাপারে গুরুত্ব না দেওয়ার গুরুতর অনিয়ম দেখতে পেয়েছেন বলে পাকিস্তানি গণমাধ্যম দুনিয়া নিউজের  খবরে বলা হয়েছে।

গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারী) পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে ইমরান খান সরকারি কর্মকর্তাদের অযোগ্যতার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, পাঞ্জাবের মুখ্য সচিব ১,৫৮৬ জন কর্মকর্তার ওপর নিরীক্ষণ চালিয়েছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। ওই রিপোর্ট অনুসারে, ২৬৩ জন কর্মকর্তাকে সতর্কবার্তা দেয়া হয়েছে এবং সাতজনকে শোকজ নোটিশ দেয়া হয়েছে।

এছাড়া ৮৩৩ জন কর্মকর্তাকে ভবিষ্যতে সতর্ক হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ওই রিপোর্টে ৪০৩ জন কর্মকর্তা তাদের কর্মতৎপরতার জন্য প্রশংসিত হয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.