নেপালের মাউন্ট গুরজা পর্বতে ভয়াবহ তুষার ঝড়ে ৯ পর্বতারোহী নিহত

 

বিটিসি নিউজ ডেস্কনেপালের মাউন্ট গুরজা পর্বতে ভয়াবহ তুষার ঝড়ের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত নয় জন পর্বতারোহী।

আন্তর্জাতিক গণ্যমাধ্যম বিবিসি গতকাল শনিবার পুলিশের বরাত দিয়ে জানায়, ঝড় শুরু হলে গুরজা পর্বতের ব্যাস ক্যাম্পে তখন দক্ষিণ কোরিয়া পাঁচ সদস্যের একটি আরোহী দলসহ চার নেপালি গাইড ছিলেন।

গতকাল শনিবার ভোরে উদ্ধারকারী দল ক্যাম্পের ধ্বংসস্তুপের মধ্যে মধ্যে আট পর্বতারোহীর মৃতদেহ দেখতে পেয়েছে। কিন্তু ঝড়ো বাতাস এবং প্রচণ্ড তুষারপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নবম পর্বতারোহীর দেহ এখনো খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যম জানায়, তুষার ঝড়ে দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত পর্বতারোহী কিম চ্যাং-হো নিহত হয়েছেন।কোনো অক্সিজেন সিলিন্ডার ব্যবহার না করেই বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বত জয় করেন কিম।

উচ্চতার দিক দিয়ে গুরজা বিশ্বে সপ্তম স্থানে। এটি নেপালের অন্নপূর্ণা অঞ্চলে অবস্থিত। বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পাহাড়ের মধ্যে আটটিই নেপালে।

পুলিশের মুখপাত্র শৈলেশ থাপা জানান, আমরা অনুমান করছি তুষার ঝড়ের কারণেই এই ঘটনা ঘটেছে। গাছপালা ভেঙে পড়েছে এবং তাঁবু উড়িয়ে নিয়ে গেছে। এমনকি মৃতদেহগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.