নেদারল্যান্ডের হেগে ছুরি হামলার শিকার তিন শিশু

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডের রাজধানী হেগে একটি শপিং মলে ছুরি হামলায় তিনজন শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের সকলে ১৩-১৫ বছর বয়স্ক ছিল।পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জনভীতির সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। খবর সিএনএন

হামলার ঘটনাটি যখন ঘটেছে, তখন শপিং মলটি খুব ব্যস্ত ছিল। একজন অজ্ঞাত পরিচয় লোক হঠাৎ মলে ঢুকে ছুরি হাতে এলোপাতাড়ি হামলা চালানো শুরু করে। এতে করে চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এলাকা জুড়ে। এদিক ওদিক ছুটতে শুরু করেন সকলে। হামলাকারী তার ছুরির আঘাতে তিনজনকে গুরতর জখম করেন। আহতরা সকলে কমবয়সী ছিল। পরে পুলিশ ওই হামলাকারীকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এলাকা জুড়ে এখনও জনমনে ভীতি রয়ে গেছে।

নিরাপত্তা জনিত কারণে পুলিশ হামলাকারীর পরিচয় গোপন রেখেছে। তবে তারা জানিয়েছে, হামলাকারীর হামলার পেছনে কোন জঙ্গি তৎপরতার উদ্দেশ্য পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত কার্যক্রম চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.