তুষার ধ্বসে ভারতীয় দুই সেনা নিহত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিয়াচেনে তুষার ধ্বসে দুই জন ভারতীয় সেনাবাহিনীর  মৃত্যু ঘটেছে। তুষার ধ্বসের সময় ওই দুই জন সেনা সিয়াচেন হিমবাহের ১৮০০ ফুট উঁচুতে টহল দিচ্ছিলেন। 

আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে হিমবাহে তুষার ধ্বসের ঘটনাটি ঘটেছে। খবর ইন্ডিয়া টুডে’র

চিকিৎসকদের প্রায় সব ধরনের চেষ্টা পরও হতভাগা ওই দুই সেনা সদস্যকে বাঁচানো সম্ভব হয় নি। তুষারের নিচে দমবন্ধ হয়ে আগেই তারা মারা গিয়েছিলেন।

এর আগে ১৮ নভেম্বর একইরকম আরেকটি হিমবাহ ধ্বসের ঘটনায় সিয়াচেনে চারজন সেনা ও দুইজন সাধারণ নাগরিক মারা যাওয়ার ঘটনা ঘটেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.