নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে পথে নেমেছে লাখো মানুষ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সরকারের নতুন পরিকল্পনার প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখ লাখ ইসরায়েলি। তারা বলছে, গণতন্ত্র ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে নতুন সরকার।
স্থানীয় সময় শনিবার লাখো ইসরায়েলি দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা ইসরায়েলের উপকূলীয় শহর তেলআবিবে স্লোগান দিয়েছে- ‘গণতন্ত্র বিপদে’ ও ‘ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য’।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে বসতি সম্প্রসারণসহ উদ্বিগ্ন করে এমন বেশ কিছু সামাজিক সংস্কার এগিয়ে নেওয়ার অভিপ্রায় ঘোষণা করেছে নেতানিয়াহুর সরকার। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে লাখো ইসরায়েলি।
এদিকে গত বুধবার ইসরায়েলের বিচার ব্যবস্থায় সংশোধন উন্মোচন করেছেন ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারভি লেভিন। আন্দোলনকারীরা বলছেন, সুপ্রিম কোর্টকে দুর্বল করার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
৭৩ বছর বয়সী নেতানিয়াহু কিছুদিন আগেই ইতিহাস গড়ে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নেন। এর আগে ১৯৯৬-১৯৯৯ এবং ২০০৯-২০২১ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.