চীনে করোনার অ্যান্টিজেন কিট তৈরির কারখানায় সংঘর্ষ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলে করোনাভাইরাসের অ্যান্টিজেন কিট তৈরিকারক একটি প্রতিষ্ঠানের কারখানায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওর সূত্রে রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, শনিবার এই বিক্ষোভে অংশ নেন কারখানাটির কয়েকশ’ শ্রমিক।
অনলাইন ব্যবহারকারীরা বলছেন, মজুরি ও কয়েকজন শ্রমিক ছাঁটাইয়ের জের ধরে জিবিও নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
এই বিষয়ে কোম্পানিটির কোনও মন্তব্য জানা যায়নি।কোম্পানির সদর দফতরে এক ব্যক্তি ফোন ধরলেও কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা বিভিন্ন বস্তু দাঙ্গা মোকাবিলার পোশাক পরা পুলিশের দিকে নিক্ষেপ করছে। অপর ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন শ্রমিক ‘আমাদের অর্থ ফিরিয়ে দাও’ স্লোগান দিচ্ছে।
চীনে বিক্ষোভ একেবারে বিরল নয়। আর্থিক কেলেঙ্কারি বা শ্রম ইস্যুতে বিগত বছরগুলোতে বিক্ষোভ হয়েছে দেশটিতে। তবে গত বছর অ্যাপলের সরঞ্জাম প্রস্তুতকারী একটি কারখানায় বিক্ষোভের পর কর্তৃপক্ষ এখন আগের চেয়ে সতর্ক। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.