নিষেধাজ্ঞা ভেঙে জাবিতে চলছে বিক্ষোভ, মুখোমুখি পুলিশ

জাবি প্রতিনিধি: নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন আন্দোলনকারী।
আজ বৃহস্পতিবার  (৭ নভেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ করছেন শিক্ষক- শিক্ষার্থী।
উপাচার্যের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছেন আন্দোলনকারী ও পুলিশ।
এর আগে গতকাল বুধবার রাতে ক্যাম্পাসে সব ধরণের মিছিল- মিটিং নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.