নির্বাচন এলেই দেশে ষড়যন্ত্র শুরু হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নির্বাচন এলেই দেশে ষড়যন্ত্র শুরু হয়। সদরঘাটে আসেন। দেখেন কত উন্নত। আপনি বলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। দেখেন, বিএনপির তলা ফেটে গেছে, নাকি বাংলাদেশের তলা ফেটে গেছে।’
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর সদরঘাটে সুন্দরবন নেভিগেশন গ্রুপের নতুন লঞ্চ এমভি সুন্দরবন-১৬ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপির আচরণে মনে হয় ক্ষমতায় আসতে ভোট লাগে না। নির্বাচন এলেই দেশে ষড়যন্ত্র শুরু হয়। শেখ হাসিনা জনগণের শক্তির ওপরেই বিশ্বাসী। তিনি সব সময় জয়ী হয়ে এসেছেন জনগণকে একত্রিত করে। শুধু শেখ হাসিনাই পেরেছেন, বাংলাদেশকে বদলে দিতে।’
মন্ত্রী আরও বলেন, ‘জনগণ মনে করে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। দেশের মানুষ শেখ হাসিনাকেই ভোট দেবে, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।’
অনুষ্ঠানে লঞ্চটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
এ সময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, নৌ-পরিবহণ সচিব মোস্তফা কামাল, নৌ-পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, কমোডর নিজামুল হকসহ অন্যান্য লঞ্চমালিক ও স্টাফরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.