নিট পরীক্ষায় রইলনা আর বয়সের সময়সীমা

কলকাতা(ভারত) প্রতিনিধি: এতদিন কম্পিটেটিভ নিট পরীক্ষার্থীদের বয়স ছিল সাধারণ ক্ষেত্রে ২৫আর সংরক্ষিতদের ছিল ৩০। এখন আর বয়সের কোনও বাধা রইলনা বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
গতকাল এক বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই তথ্য দিয়েছেন। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিয়ে জানান, আর কোনও পরীক্ষার্থীদের কম্পিটেটিভ পরীক্ষার জন্য দুশ্চিন্তা করতে হবেনা।পরীক্ষার্থীরা তাদের সময় মতই আবেদন করতে পারবে।
কেউ চাইলে কোন বছর ড্রপ দিয়েও বা একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলেই সাধুবাদ জানিয়েছে।
শুধু তাই নয় আগামিদিনে অন্যান্য পরীক্ষাগুলোতেও এই সুযোগের ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। সেইসাথে আসছে নতুন ধরণের বেশকিছু কম্পিটেটিভ পরীক্ষার সুযোগ। যাতে করে পরীক্ষার্থীরা নিজেদের পছন্দ মতন যে কোনও বিষয়েই পরীক্ষার সুযোগ পাবে। বিশেষত কর্মমুখি কোর্স গুলোতে এই সুযোগ বেশী থাকবে বলে জানান হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা(ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.