নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাগেরহাটে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাগেরহাটে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পৌরসভার বাসাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুস্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোল্লা রবিউল আলম সভাপতি,বাসাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল হাওলাদার, শেখ রেজাউর রহমান মন্টু কাউন্সিলর ও সভাপতি  জেলা শ্রমিকলীগ বাগেরহাট,মাওলানা রুহুল আমিন, সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা. সেলিনা আক্তার প্রধান শিক্ষিকা, পূর্ব বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আব্দুস ছালাম প্রধান শিক্ষক, বাসাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল বলেন নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে দেশেকে স্বাধীন করতে বঙ্গবন্ধুর যে অবদান তা নতুন তরুণ প্রজন্মকে জানাতে হবে ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষনে দেশ রক্ষায় সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল।
তিনি বলেন মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙ্গালিরা ৯ মাসের যুদ্ধের পর আমরা স্বাধীন বাংলাদেশ পেয়ে ছিলাম অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে বঙ্গবন্ধুর আত্মজীবনী। বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.