এই প্রথম মাধ্যমিক পরীক্ষায় কেউ রাইটার পেল

কলকাতা (ভারত) প্রতিনিধি: দে-গঙ্গার হাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র আমিনুর সর্দার ও দ্বীপায়ন দাস দৃষ্টিশক্তিহীন। তাঁদের পরীক্ষার কেন্দ্র হয়েছে বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ে।
পরীক্ষার আগে ওই দুই ছাত্রের জন্য রাইটারের ব্যবস্থা করা হবে বলেও স্কুল কর্তৃপক্ষ তা করে উঠতে পারেনি। ফলে ওই ছাত্রদের রাইটার ছাড়াই পরীক্ষায় বসতে হয়।ফলে কোনকিছু নালিখেই সাদা খাতা জমা দিতে হয়।
বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। কেউই দায় নিতে চায়নি।
তৃতীয়দিন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সহযোগিতায় ওই দুই ছাত্রের রাইটারের ব্যবস্থা করে পরিস্থিতির সামাল দেওয়া হলেও ছাত্রদের অভিভাবকদের দাবি গত দুটি পরীক্ষায় তাদের সুযোগ করে দিতে হবে। বিষয়টি এখনও বিবেচনাধিন বলে সূত্র মারফত জানা গেছে।
ছাত্রদের স্কুলের প্রধান শিক্ষক বলেন,আমরা পরীক্ষার্থীদের অভিভাবকদের বলেছিলাম রাইটারের ব্যবস্থা করতে।
আমরাও বিষয়টি শেষ মুহূর্ত পর্যন্ত জানতামনা। যাইহোক এখন রাইটারের ব্যবস্থা হলেও আগের পরীক্ষার সিদ্ধান্ত পর্ষদই সিদ্ধান্ত নিতে পারবে। সম্প্রতি রাইটার দিয়ে পরীক্ষা গ্রহণ নজিরবিহীন বলে জানান হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.