নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ‘সন্ত্রাসী হামলায়’ আহত ৬, হামলাকারী নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলা চালানোর ৬০ সেকেন্ডের মধ্যে হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, নিউজিল্যান্ডের অকল্যান্ডে সুপারমার্কেটে এক ব্যক্তি ছুরি হামলা চালালে এতে অন্তত ছয়জন আহত হন।
এ হামলাকে জেসিন্ডা ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আজ শুক্রবার (০৩ সেপ্টেম্বর) হামলা চালানোর ৬০ সেকেন্ডের মধ্যে হামলাকারীকে হত্যা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই ব্যক্তি আইএসের দ্বারা অনুপ্রাণিত ছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, এটি ঠিক নয়, ঘৃণ্য কাজ। এটি এক ব্যক্তির দ্বারা পরিচালিত হামলা, বিশ্বাসের নয়।
জেসিন্ডা জানান, হামলাকারী শ্রীলংকার নাগরিক। যিনি ২০১১ সালে নিউজিল্যান্ড আসেন। তিনি একাই এ অপরাধের জন্য দায়ী।
পুলিশ কমিশনার অ্যান্ড্রু কোস্টার বলেন, কর্তৃপক্ষ নিশ্চিত যে হামলাকারী একা ছিলেন। এখন আর কোনো হুমকি নেই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.