নারায়ণগঞ্জ বন্দরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ-২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে জমি ও বাজার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবর্ষণে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় নারী সহ আহত হয়েছেন ১৫ জন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ফরাজিকান্দার নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাশে এ ঘটনা ঘটে। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করে দুটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।
গুলিবিদ্ধ মইনুল হক পারভেজ জানান, বন্দর উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও কালাগাছিয়া ইউপি সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের সম্পত্তি ও তাদের পৈত্রিক সম্পদ জমি ও বাজার দখলের জন্য সন্ত্রাসী শামীম ওরফে পিজা শামীমের নেতৃত্বে মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে জমি দখলের চেষ্টা করে।
এ সময় বাধা দিলে তারা মারধর কুপিয়ে ও গুলি করে ১৫ জনকে আহত করে। এলাকাবাসী ধাওয়া করলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বিটিসি নিউজকে জানান, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.