নানা কর্মসূচিতে পঞ্চগড় মুক্ত দিবস পালন


পঞ্চগড় প্রতিনিধি: নানা কর্মসুচির মধ্য দিয়ে আজ রোববার (২৯ নভেম্বর) পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তি বাহিনী যৌথভাবে লড়াই চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে তাড়িয়ে পঞ্চগড় মুক্ত করে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে সকাল ১০টায় পঞ্চগড় সার্কিট হাউজের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে মাল্য প্রদান,পরে ১৯৭১ এর শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ,করতোয়া ব্রিজের বদ্যভূমির দিকে যাত্রা করে সেখানে বদ্যভূমির বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়। শেষে সীমিত সংখ্যক বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শহীদ মিনার চত্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক আব্দুল আলিম খান ওয়ারেশী,মেয়র পঞ্চগড় পৌরসভা পঞ্চগড় তৌহিদুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় সদর আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেন, ইসমাইল হোসেন,আবুল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.