নাটোর পৌরসভার নগদ অর্থ বিতরণ

 

নাটোর প্রতিনিধি: অব্যাহত কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণে নাটোর পৌরসভায় লকডাউন চলছে। চলমান লকডাউনে ০৯ টি ওয়ার্ডে দরিদ্র ও কর্মহীন ৪০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
আজ সোমবার দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেন পৌর মেয়র উমা চৌধুরী। আজ ১০০ কর্মহীন মানুষের মাঝে ওই নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এই নগদ অর্থ বিতরণ কালে মেয়র সবার প্রতি অনুরোধ রাখেন যাতে তারা অযথা বাইরে ঘুরতে না বের হন। সেইসঙ্গে জরুরী প্রয়োজনে বের হলেও যেন তারা মাস্ক ব্যবহার করেন। এছাড়াও সকালে ১শ জন কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.