নাটোরে ৭৬ চর্মকার পেলেন ডিসির উপহার


নাটোর প্রতিনিধি: শীতের আগমন যেন অসহায় ব্যক্তিদের জন্য প্রাণ ওষ্ঠাগত। শীত আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় এসব মানুষের টিকে থাকার সংগ্রাম। একটি কাঁথা কিংবা কম্বল দিয়ে শীত নিবারণ করা যেন তাদের কাছে দুরূহ ব্যাপার। উচ্চ ও মধ্যবিত্তের জন্য বাহারি উষ্ণ পোশাকে শীত সুখের হলেও একেবারে ভিন্ন চিত্র নিম্ন বিত্ত এসব মানুষের জীবনে।
গ্রীষ্মকালে ভাঙা ঘর, ফুটপাত ও বিভিন্ন স্টেশনে কাটিয়ে দেওয়া নাটোর পৌরসভায় বসবাসরত এমন ৭৬ জন চর্মকারের পাশে দাঁড়িয়েছেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
আজ সোমবার (০৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ৭৬ জন চর্মকারের মাঝে শীতবস্ত্র উপহার দিয়ে গায়ে চাদর পরিয়ে দেন জেলা প্রশাসক। এ সময় এসব উপহার পেয়ে সবার মুখে আনন্দের ছাপ বয়ে যায়।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে চর্মকারদের উন্নত মানের চাদর উপহার দেওয়া হয়েছে। তারা শীতে খুব কষ্ট করে জুতো কালি ও সেলাই করেন। তাদের কষ্টের কথা ভেবেই চাদর উপহার দেওয়া হয়েছে। তাদের চাদর উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমার এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা দুপ্রক সভাপতি আব্দুল রাজ্জাক, বিশিষ্ট শিক্ষাবিদ অলোক মৈত্র, সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক শাহাদৎ হোসেনসহ অনেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.