নাটোরে সাঁওতাল হত্যা দিবসে পাঁচ দফা দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরে সাঁওতাল হত্যা দিবসে পাঁচ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি প্রদীপ লাকড়া, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কাসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকান্ডের তিন বছর অতিক্রান্ত হয়েছে। ওই ঘটনায় মূল আসামিদের বাদ দিয়ে প্রহসন মূলক চার্জশিট দেওয়া হয়েছে। তারা ওই প্রহসন মূলক চার্জশিট বাতিল করে মূল হোতাদের বিচার, আদিবাসী বাঙ্গালীদের ১৮৪২.৩০ একর সম্পত্তি ফেরত প্রদান, নিহত-আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা সহ তাদের ন্যায্য দাবীসমূহ পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.