জলবায়ু পরিবর্তনে জরুরী অবস্থার সম্মুখীন বিশ্ব

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনে জরুরী অবস্থার সম্মুখীন বিশ্ব। সুদূরপ্রসারী ও স্থায়ী পরিবর্তন ছাড়া অকথিত মানব নিপীড়নের শিকার হচ্ছে বিশ্ব। জাতিসংঘের আন্তঃরাষ্ট্রীয় জলবায়ু পরিবর্তন প্যানেলে ১৫৩ দেশের ১১ হাজার ২৫৮ বিজ্ঞানীর করা বৈশ্বিক উষ্ণতা সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠেছে। বিজ্ঞানীরা ৪০ বছরব্যাপী সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে করা ওই গবেষণা প্রতিবেদন গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) প্রকাশ করে বায়োসায়েন্স জার্নাল।

এর আগে, বিচ্ছিন্নভাবে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উদ্বেগের কথা জানালেও এই প্রথম বিশ্বের প্রায় সকল দেশের বিজ্ঞানীরা জোটবদ্ধভাবে এরকম একটি ঘোষণা দিলেন। ওই প্রতিবেদনে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের জন্য মানুষের ভূমিকাই প্রধান বলে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, প্রায় ৪০ বছর ধরে জলবায়ু পরিবর্তন নিয়ে দরকষাকষি চললেও, দুই একটি ব্যতিক্রম বাদ দিয়ে সবাই তাদের ব্যবসা জারি রেখেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া প্রায় সব পদক্ষেপই ব্যর্থ হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.