নাটোরে শৈত্যপ্রবাহ ও হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে জনজীবন


নাটোর প্রতিনিধি: নাটোরে গুড়িগুড়ি বৃষ্টির সাথে সাথে ঘনকুয়াশা আর কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে বয়োবৃদ্ধরা। সূর্যের দেখা মিলছে না সারাদিনে।
সন্ধ্যা না নামতেই কুয়াশায় ঢেঁকে যাচ্ছে চারিদিকে। গরম কাপড়েও নিবারণ হচ্ছেনা শীত। রাতে নামতে থাকে তাপমাত্রা সেই সাথে শীতের তীব্রতা।সকাল থেকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েই চলতে হচ্ছে গাড়িগুলোকে।
চালকরা বলছেন ঘন কুয়াশায় গাড়ি চালাতে তাদের বেশ সমস্যা হচ্ছে। বেশ ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। পায়ে হাঁটা মানুষদেরও চলাফেরায় হচ্ছে সমস্যা। দৃষ্টির আড়ালে থাকছে সামান্য দূরত্বেও।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.