নাটোরে মোবাইল ফোনে অন লাইনের মাধ্যমে জুয়া খেলানোর অভিযোগে দুই জুয়ারীকে আটক করেছে পুলিশ


নাটোর প্রতিনিধি: নাটোরে মোবাইল ফোনে অন লাইনের মাধ্যমে জুয়া খেলানোর অভিযোগে দুই সহোদর জুয়ারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক বই দুইটি এবং নগদ ৪৬ হাজার ৩৪৭ টাকা উদ্ধার করা হয়।

গতকাল রবিবার গভীর রাতে সদর উপজেলা হয়বতপুর এলাকা থেকে তাদের আটক ও মালামাল উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে আটককৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

আটককৃতরা হলেন হয়বতপুর ফয়েজ মোড় এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে খলিলুর রহমান ও শফিকুল ইসলাম । জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে হয়বতপুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।

অভিযানকালে তারা আটককৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোনে অন লাইনের মাধ্যমে জুয়া খেলানোর সময় খলিলুর রহমান ও শফিকুল ইসলামকে আটক করে।

পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক বই দুইটি এবং নগদ ৪৬ হাজার ৩৪৭ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘ দিন ধরে তারা মোবাইল ফোনে অন লাইনের মাধ্যমে জুয়া খেলানোর কাজ চালিয়ে আসছিল। পুলিশ জানায়, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.