নাটোরে ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা


নাটোর প্রতিনিধি:  নাটোরে ভেজাল গুড় তৈরির দায়ে দুইজনকে গ্রেপ্তারের পর ১৬ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার রাতে জেলার লালপুর উপজেলার আব্দুলপুর ও বাগাতিপাড়া উপজেলার শালইপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এস.এম জামিল আহমেদ জানান, গতকাল রোববার রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হোসাইনের নেতৃত্বে র‌্যাবের একটি দল আব্দুলপুর ও শালইনগর এলাকায় অভিযান চালায়। এসময় উপকরণ সহ ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে আব্দুলপুরের বশির উদ্দিন এবং শলইপাড়া এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে বশির উদ্দিনকে ৬ হাজার এবং রফিকুল ইসলামের নিকট থেকে ১০ হাজার টাকা সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে আদালতের নির্দেশে জব্দকৃত ভেজালগুড় সহ উপকরণ বিনষ্ট করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.