ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন (ঘূর্ণিঝড়) ‘কাম্মুরি’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন (ঘূর্ণিঝড়) ‘কাম্মুরি’ফিলিপাইনের কয়েক লক্ষ মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (০৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে তৃতীয় ক্যাটারির এই টাইফুন (ঘূর্ণিঝড়) ‘কাম্মুরি’ আঘাত হানতে পারে। খবর সিএনএন’র

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফিলিপিনস নিউজ এজেন্সি’ জানিয়েছে, আলবে প্রদেশের অন্তত এক লক্ষ মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারী নির্দেশ অমান্য করে নিরাপদ স্থানে যেতে অস্বীকৃতি জানানো মানুষদের জোর করে সরিয়ে নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রদেশটির গভর্নর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, টাইফুনের বর্তমান গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তবে তা বেড়ে ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌছঁতে পারে। লুজন দ্বীপে ২০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর প্রভাবে সেখানে বন্যা ও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

শক্তিশালী এই টাইফুনের প্রভাব পড়তে পারে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতেও। ফলে দেশটিতে চলমান এশিয়ান গেমসেও ব্যাঘাত ঘটতে পারে। ডিসেম্বরে এই অঞ্চলে টাইফুনের ঘটনা বিরল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.