নাটোরে বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ


নাটোর প্রতিনিধি:  বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে বাল্যবিবাহ না করার প্রত্যয় ও ইভটিজিং এবং মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে নাটোরের নলডাঙ্গার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা।

আজ বৃহ¯পতিবার সকালে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রজাউল করিম রেজা, সাংবাদিক পরিতোষ অধিকারী , ইসাহাক আলী, বুলবুল আহমেদ ও শুভ সংঘের মোস্তাফিজুর রহমান সৈকত প্রমুখ।

দৈনিক কালের কন্ঠ পত্রিকার শুভ সংঘের আয়োজনে এই শপথ অনুষ্ঠান হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.